بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 10 January 2021

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না লিরিক | Ogo amar ma tomay vulte pari na lyrics

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২

ওগো আমার মা ও দুঃখিনি মা ।

ভুলতে পারিনা তোমায় ভুলতে পারি না ।

 

দুঃখ ভুলে মাটির কোলে ভালথেকো মা ।

তুমি ভাল থেকো মা ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২

 

বাবা যখন হারিয়ে গেল কেউ ছিলনা মাগো তোমার ।

বড় কষ্টে বেচে ছিলে মুখটি দেখে শুধু আমার ।

ও দুঃখি মা তোমায় সুখি করা হলো না ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২

 

জীবন যোদ্ধে লরে ও মা আমার জীনব করলে সুখি

কষ্ট তুমি সইলে সুধু তুমি তো মা জনম দুঃখি । ২

তোমার দুখের ভোজা আমায় বইতে দিলে না । ২

ভুলতে পারি না ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২

 

বড় কষ্টে মাগো তুমি তুলেছিলে আমায় গড়ে

জনম দুঃখি মা তোমারে হারিয়ে খুজি বারে বারে । ২

প্রভুর কাছে অনন্তকাল সুখে থেকো মা । ২

বুলতে পারি না ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ২

 

ভুলতে পারি না তোমায় ভুলতে পারি না ।

দুঃখ ভুলে মাটির কোলে ভাল থেকো মা ।

ওগো আমার মা তোমায় ভুলতে পারি না । ৩

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।