আজ ধুলির ধরায় এই ধুলির ধরায়
পূর্ণিমা
চাঁদ বুঝি নেমে এলো
হায়
কূল
আলমে কোন খুশির ঝলক
কার
আগমনে হাঁসি চাঁদ সেতারায় ।
২
ঢেকে
ছিল ধরা কী ঘোর
আঁধার
কে নিয়ে এলো আলোর
জোয়ার
কার
আসাতে ধরা ছিল অধীর
নূরে
মুজাসসাম, নবী সারোয়ার
যত দিশেহারা,
সব শান্তি ও মুক্তির পথ
খোঁজে পায়। ২
কার
নামে দুরুদে সদা মশগুল
জীন,
ইনসান আর ফেরেশ্তা কূল
শেষ
হবে না গেঁয়ে প্রশংসা
তার
পিয়ারা
যিনি আল্লাহ তায়ালার
গাও
সাল্লু আলা,
গেঁয়ে
ভিড়াও তরী ঐ পাক
মদীনায়। ২
কবিঃ মুজাহিদুল ইসলাম বুলবুল
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।