بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 20 June 2020

নারীবাদী লিরিক । Naribadi lyrics

কেন নারীবাদী মানে
চুল কেঁটে-ছেঁটে কপালে তিলক দেয়া?
কেন আধুনিক মানে
ওড়না বিহীন ফতোয়াটা বেছে নেয়া?

কেন প্রগতির নামে
সরলা নারীকে রাস্তায় টেনে আনা?
কেন বিজ্ঞাপনের
পণ্য বানিয়ে পুরুষের চোখ টানা?

কেন উগ্র পোষাকে
ইভটিজিং আর ধর্ষন করে চাষ?
নিজেদের ফাঁদে
নিজেরা জড়িয়ে পরিনামে হা-হুতাশ!

কেন সেভিং ক্রিমের
বিজ্ঞাপনেও নারীর নগ্ন রুপ?
কেন রিসিভশনের
চেয়ারে সাজিয়ে রাখা হয় নারীর টোপ?

এই ধর্ম দিয়েছে
নারীকে সকল ভালকাজের অনুমতি!
কেন নারী বুঝবেনা
আসকারা দিয়ে কারা করে তার ক্ষতি?

কেন নারী চিনবে না
কারা লম্পটকারা মতলববাজ?
কেন ভাড়া করা নারী
রাজপথে এনে সাঁজানো গালি-গালাজ?

কেন?
কেন?
কেন?
কেন?
কেন?


মুহিব খান

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।