ও মদিনার
বুলবুলি
তোমার
নামে ফুল তুলি। ৩
যতন
করে হৃদয় মাঝে ২
একা
একা নিরিবিলি। (আবার)
সেই
ফুলেরই পাপড়িগুলো ঝড়ে পড়েনা
মুগ্ধ
করা সুবাস তাহার কভু শেষ হয়
না। ৩
সেই
সুবাসে ব্যাকুল হয়ে ২
গাই
তোমারইই গিতালী... (আবার)
ও মদিনার
বুলবুলি
তোমার
নামে ফুল তুলি। ২
যতন
করে হৃদয় মাঝে ২
একা
একা নিরিবিলি।
মনের
কাবায় তোমার ছবি নিত্যদিনই আঁকি
তোমার
নামের ছন্দমালা আর কবিতা লিখি।
৩
কবি
ও কবির সাথে ২
গড়ে
সাধের মিতালী
ও মদিনার
বুলবুলি
তোমার
নামে ফুল তুলি। ২
যতন
করে হৃদয় মাঝে ২
একা একা নিরিবিলি।
মাশাআল্লাহ... এরোকোম আরো রিলিক্সের অপেক্ষায় রইলাম
ReplyDeleteআলহামদুলিল্লাহ।
Deleteদোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে।
তাহলে নিয়মিত কাজ করে যাব।
সাগর নদি আর পাহার বনে এই গান টি দিয়েন
ReplyDeleteপরবর্তী আপডেটে যুক্ত করে দিব, ইনশাআল্লাহ।
Delete