بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

রোজার মাসে হৃদয় হাসে লিরিক | Rojar mase hridoy hase lyrics

রোজার মাসে হৃদয় হাসে
হাসে বনের ফুল
আকাশ নদী চাঁদ সিতারা
আনন্দে মাশগুল

কেউ বা বসে কোরয়ান পড়ে
তাসবিহ জপে জিকির করে
রবের কাছে ধরনা ধরে
ভাঙ্গে মনের ভুল ।

যার নসিবে সিয়াম জুটে
সেই তো বড় সুখি
জীবন জুড়ে ফুটতে থাকে
হাজার সূর্যমুখী ।

সামনে ভাসে নেকির ডালা
এখন শুধু নেয়ার পালা
সু-স্বাগতম হে রোজারদার
গায় পাখি বুলবুল ।


কথাঃ বিলাল হোসাইন নুরী

সুরঃ মশিউর রহমান


No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।