بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

রাত কেটেছে স্বপ্নে বিভোর লিরিক | Rat keteche sopne bivore lyrics

রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?

রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?

সামনে রয়েছে দূরের যাত্রা
বিভিষীকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ অরণ্যঘন
দুর্বল অভিযাত্রী
জানলে কী আর এই পথে কখনো
জানলে কী আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে?

রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে ?
দ্বীনের পথে নামতে ?

সময় তোমায় করবে না ক্ষমা
অক্ষমতার জন্যে
তোমার বিচার করবেই দেখো
সহসা জনারণ্যে

ভেঙ্গে ফেলো এই সপ্ন প্রাসাদ
নেমে এসো রাজপথে
জনতা মিছিল সংগ দেবে
একপথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
হাত তুলে ওরা দোয়া করে দেখো,
বিজয় তোমার আনতে

রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দ্বীনের পথে নামতে?
দ্বীনের পথে নামতে?


No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।