بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

কিছু কিছু কথা লিরিক | Kichu kichu kotha lyrics

কিছু কিছু কথা
কিছু কিছু কথা আছে বলা যায় না
কিছু কিছু ব্যাথা আছে সওয়া যায় না

কলবের মাঝে যার কালো ছাপ মারা
কে বাঁচাবে তাকে বলো রব তুমি ছাড়া
কখন সে ভাবে না পথে যাবেনা
যে পথে তোমার খুশি পাওয়া যায় না ।২

কিছু কিছু পথিকের পথ বলে দাও
কিছু কিছু পথিকের সাহস বাড়াও

খোলা তলোয়ার ছিলো ওমরের হাতে
দুশমনি ছিলো তার রাসুলের সাথে
তুমি দিলে তার মনে কিযে ভালোবাসা এনে
এমন নজির আর পাওয়া যায় না ।২


No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।