بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 9 April 2020

বহুদিন ধরে হয় না লেখা গান লিরিক | Bohudin dore hoyna likha gan lyrics

বহুদিন ধরে হয় না লেখা গান
বহুদিন ধরে হয় না লেখা গান
কণ্ঠ ছেড়ে যে হয় না সাধা সুর
কবিতার খাতা ধূসর মলিন আজ
হৃদয় তটিনী বেদনাবিধূর।

নদী আজ ছন্দহীন পাখিরাও নির্বাক
থেমে গেছে আজ জীবনের হাঁকডাক
ভোরের সূর্য আঁধারে ঢাকা
ঘুম নেই আঁখিতে গাঁয়ের বধুর।

ফুলেরাও গন্ধহীন ঝরে যায় নিশ্চুপ
ঝর্ণাকে মনে হয় মরনেরই কুপ
সবুজ শ্যামলে বর্ণহীন কষ্ট
বাঁশরীর তাল-লয় লাগে না মধুর।



কথাঃ আবু তাহের বেলাল
সুরঃ মশিউর রহমান


No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।