بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

ঈমানের পথে অবিচল থেকে লিরিক | Imaner pothe obichol theke lyrics

ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমার  কাছে মিনতি
আমার মহামহিম দয়াময়

প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদ্বীন ফাসেকেরা করে হই চই,
আযাযীল এসে, গোমরাহী সুর যার
করে তোলে মোহময়

আধারের দুর্গম আঁকাবাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়
লাগে সুন্দর মনোময়

প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক,
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা
স্বপ্ন জাগাও মধুময়

গীতিকারঃ আবু তাহের বেলাল

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।