بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

দ্বীনের পথে চলতে গিয়ে লিরিক | Diner pothe cholte giye lyrics

দ্বীনের পথে চলতে গিয়ে,
বাধার পাহাড় দলতে হয়।
দুঃখের মাঝেও দিন রজনী
সুখের কথা বলতে হয়

সরল পথের পথিক যারা
থামতে কভূ চায়না তারা,
বুকের খুনেই বহুক নদী
তবু দ্বীনের চায় বিজয়

পাপের সমাজ ভেঙ্গে যারা
আলোর ভুবন গড়তে চায়
ঘোর আধারের পূজারীরা
টুটি চেপে ধরতে চায়।

বাতিল যত দিকনা হানা
তবু তাদের আছে জানা
দ্বীন কায়েমের পথতো কভূ
ফুলে ফুলে ঢাকা নয়

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।