بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

খুনিরা কভু ক্ষমা পাবে না লিরিক | Khunira kobu khoma pabe na lyrics

রক্তে রঞ্জিত ক্ষত-বিক্ষত
প্রিয়জনের মুখ আজ যায় না চেনা
জীবন প্রদীপ নিভিয়ে দিল
গণ ধিকৃত বর্বর হায়না।

ওরা মানবতার চির দুশমন
মানুশরুপি যত পিশাচ খুনি
ওদের দিন যায় রাত যায় ধ্বংস নাশে
প্রলয় নিমজ্জতার প্রহর গুনি
ওরা শত্রু সবুজ এই পতাকার
এই রক্তের দাগ আর মোছা যাবে না।

আজ জসিম, শিপন, রুহুল আমিন
সকলকে তাজা খুন বীর মুজাহিদ
বৈঠা লগির আঘাতে আঘাতে
ছটফট করে হলো যে শহীদ
তাদের কফিন ছুয়ে করছি শপথ
খুনিরা কভু ক্ষমা পাবে না।

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।