بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 6 April 2020

আকাশের বুক জুড়ে কালো কালো মেঘ লিরিক | Akasher buke jure kalo kalo megh lyrics

আকাশের বুক জুড়ে কালো কালো মেঘ
বাতাসের বুকে পঁচা গন্ধ
রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ
জীবনের নেই কোন ছন্দ


ফুল খেকো মিসাইল চারিদিকে আজ
বাগানের বুক জুড়ে কান্না
ভুখা নাঙ্গা মানুষের বাড়ছে মিছিল
লুটেরার ঘরে হিরে পান্না
আর কতো কঙ্কাল দেখবে মানুষ
স্বপ্নটা আরো কত মন্দ

মিথ্যার আগুনে জ্বলছে স্বদেশ
পুড়ছে নতুন পাতা ফাগুনের রেশ
আলেয়ারা সেজে আছে সত্যি আগুন
মুক্তির নিশানে জাগুন জাগুন

নদী বন মাঠ ঘাট পাহাড় চুড়ায়
একসুরে তুলি আজ মুক্তির গান
মনে ডাকি হামজাহ তারিক মুসা
সীসা ঢালা ঐক্যে জাগাই পরান
মিছিলের তাকবীরে মুক্তি আনি
ফিরে আনি জীবনের ছন্দ


মাহফুজুর রহমান আখন্দ


No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।