আকাশের
বুক জুড়ে কালো কালো মেঘ
বাতাসের বুকে পঁচা গন্ধ
রাজপথে ছোপ ছোপ রক্তের
দাগ
জীবনের নেই কোন ছন্দ
ফুল খেকো মিসাইল চারিদিকে
আজ
বাগানের বুক জুড়ে কান্না
ভুখা নাঙ্গা মানুষের বাড়ছে মিছিল
লুটেরার ঘরে হিরে পান্না
আর কতো কঙ্কাল দেখবে
মানুষ
স্বপ্নটা আরো কত মন্দ
মিথ্যার আগুনে জ্বলছে স্বদেশ
পুড়ছে নতুন পাতা ফাগুনের
রেশ
আলেয়ারা সেজে আছে সত্যি
আগুন
মুক্তির নিশানে জাগুন জাগুন
নদী বন মাঠ ঘাট
পাহাড় চুড়ায়
একসুরে তুলি আজ মুক্তির
গান
মনে ডাকি হামজাহ তারিক
মুসা
সীসা ঢালা ঐক্যে জাগাই
পরান
মিছিলের তাকবীরে মুক্তি আনি
ফিরে আনি জীবনের ছন্দ
মাহফুজুর
রহমান আখন্দ
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।