بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

আজ খুব পড়ছে মনে মাকে লিরিক | Aj khub porche mone make lyrics

আজ খুব পড়ছে মনে মাকে মায়ার বাঁধনে বেঁধেছে আমাকে
স্নেহের ছায়ায় আমায় রেখে যে মা রোদ সয়েছে।

দুঃখ শোকে সবাই যখন আমায় দুরে ঠেলেছে
মায় তো এসে তখন আমার হাত দুটি ধরেছে
ভালোবাসার চুমু এঁকে সান্ত্বনা দিয়েছে।

মনের মাধুরী মিশিয়ে প্রথম ডেকেছিলাম মাকে
ভালোবাসার মালা গেঁথে পরিয়ে ছিলাম তাঁকে
তার বিদায়ে জীবন ধূসর মরুভূমি হয়েছে।

আমার দুখ দেখে যে মা আঁচলে মুখ ঢাকে
সেই মা আমায় একাকী ফেলে স্বর্গে কিভাবে থাকে
জানি সেথায় মা যে আমার পথ পানে চেয়ে আছে।

 

 

সাইফুল্লাহ মানসুর

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।