بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

আছি জেলখানায় আছি লিরিক | Ami jelkhanay achi lyrics

আছি জেলখানায় আছি বড় অসহায়
দিন যায় ফাইল ফাইলে রাইতে মশা খায়

একটা রুটি দেয় যে মাগো সকাল বেলা হলে
নিরামিষ খেয়েই মাগো দুপুররাত্রি চলে
তাই তো সবাই টাকা দিয়ে পিসির খাবার খাই।

রাইতের বেলায় ঘুমাই মোরা ইলিশ ফাইল মেরে
বেশি মানুষ হইলে পরে কেচকি ফাইল মারে
সাহেব ফাইল কেষ্ট ফাইল কত ফাইল হায়

গোসল করতে গিয়ে মোদের যুদ্ধ করতে হয়
বালতিওয়ালা কয়েদিরা নানান কথা কয়
অনেক কষ্ট করেও মাগো পানি নাহি পাই।

হাউজপাড়ের সিরিয়ালটা লম্বা যত হয়
বোতল আছে যতগুলো মানুষ ততো নাই
সিরিয়ালের পানি পেতে বিকেল হয়ে যায়


কথা: নাজমুল হক
সুর: মিরাদুল মুনীম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।