بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 27 March 2020

রাব্বুল আলামীন আল্লাহ মহান লিরিক | Rabbul Alamin Allah mohan lyrics


রাব্বুল আলামীন আল্লাহ মহান
কোটি কোটি শুক্রিয়া গাইবো তারি গান।।

এই পৃথিবী সাজানো সবই
কার ভালোবাসা আর মমতার দান
কে সে কে বলো এতো মেহেরবান।

চাঁদোয়া রাত জোনাকীর আলো
ঝিকঝিক তারা লাগে কি যে ভালো
কে দিলো বলোতো
তাকে কি ভোলা যায়
ভুলে থাকা যায় না না না না
ভোলা যায় না ভোলা যায় না
ভুলে থাকা যায় না ভুলে থাকা যায় না
তাকে তো ভোলা যায় না।
ভুলে থাকা যায়না তাকে তো ভোলা যায় না।
আমরা সবাই আজ তাঁরই গান গাইবো
তাঁরই দেয়া ইসলামে আজীবন চলবো।
আমরা সবাই আজ তাঁরই গান গাইবো
তাঁরই রঙ্গে আমাদের জীবনকে রাঙ্গাবো
শপথ  দোয়া
কবুল করো হে আল্লাহ।
এসো তবে আজ সবে
গেয়ে যাই কোরানের আলোকে
জীবনের গান সত্য সুন্দর জীবনের গান

এসো ভাই সকলে গেয়ে যাই জীবনে
কোরানের আলোকে জীবনের গান
ঝলমলে রবি সোনাঝরা পৃথিবীটা
অপরূপ ছবি ফুলকলি হেসে উঠে
পাপড়ি মেলে সে অনন্য শিল্পীর
তুলনা কি চলে না না না না
তুলনা হয়না তুলনা হয় না।

ফুলগুলো কি কথায় হেঁসে ওঠে
কোন গানে পাখিদের মুখ ফোটে
জানো কি না জানো না
বোঝো কি না বোঝো না
বলোতো কে সে কে
তাকে কি ভোলা যায় ভুলে থাকা যায়?
ভোলা যায় না ভোলা যায় না
ভুলে থাকা যায় না
সত্য সুন্দর জীবনের গান
রাব্বুল আলামীন আল্লাহর গান
মহানবী মহানেতা রাসুলের গান
ইসলামী জীবনের বিজয়ের গান


--মাঞ্জর  মোয়াজ্জম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।