بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 27 March 2020

নিখিলের চির সুন্দর সৃষ্টি লিরিক | Nikhiler chiro sundor sristi lyrics


নিখিলের চির সুন্দর সৃষ্টি
আমার মোহাম্মদ রাসূল
কুল মাখলুকাতের গুলবাগে
যেন একটি ফোটা ফুল। ২

নুরের রবি যে আমার নবী
পুণ্য করুনা ও প্রেমের ছবি
মহিমা গায় তারি নিখিল কবি
কেউ নয় তার সমতুল।২

পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়
হাসিল নিখিল আলোক- আভায়
পুলক লাগিল তরু ও লতায়
খুশিতে সবাই মশগুল।২

আঁধার রাতের সে যে চাঁদের কিরণ
করু সাহারার বুকে সুধা বরিষন
নীরব ধরার গুল বাগিচাতে যেন
গান গেতে এল বুলবুল। ২




 গোলাম মোস্তফা

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।