بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 27 March 2020

লাখো শহীদের রক্তে লেখা লিরিক | Lakho sohider rokter likha lyrics


লাখো শহীদের রক্তে লেখা
আমার এই বাংলাদেশ
কত ঘাম কত কথা কত রক্ত ব্যাথা
এরপর ফিরে পাওয়া হাড়ানো স্বাধীনতা
স্বাধীনতা, স্বাধীনতা স্বাধীনতা, স্বাধীনতা
চারিদিকে চুপচাপ নিশ্চুপ কোলাহল
বন্ধুর আহবান যুদ্ধে যাবি চল!
কোষে কোষে বিদ্রোহ নতুন এক জাগরন
স্বদেশের জন্য লড়ে যাব আমরণ 

আপন জনের সুখ মাখা দিন রাত্রী শেষে
বিদায়ের সুর ভাসে বিষন্ন বাতাসে
তোমাদের তরে এক শান্তির দেশ
এনে দিতে যুদ্ধে যাচ্ছি আমি
ভয় পেয়োনা ওগো স্বজন আমার
দোয়া কর কভু যেনো
পিছু না নামি।


মা  মা মা
সিরাজের এই দেশ
তিতুমির বেরলভী শরিয়তুল্লাহ
ক্ষুদিরাম সেই সাথে অজানা কত
ত্যাগীদের এই দেশ
অন্যায় অনাচার শোষণের হাত থেকে
মুক্ত করতে আমি যাচ্ছি মাগো
তোমার মায়া ভরা আঁচলে জড়িয়ে
আমায় তুমি আর বেঁধে রেখ নাগো
যুদ্ধে যাচ্ছি মাগো তোমার ছেলে
দোয়া কর শুধু তার জন্য
যদি আর কোনোদিন ফিরে না আসিও
তবুও জীবন হবে মোর ধন্য
এক শহীদের  মা হবে তুমি
এক শহীদের মা হবে তুমি শহীদের মা
এরপর একদিন থেমে যায় যুদ্ধ
সব পাখি ফিরে আসে আপন নীড়ে
তবু একজন আজো অপেক্ষায়
ছেলে তার আসেনি ফিরে
দিয়ে গেছে সবুজ সোনালী স্বদেশ
হাজারো শহীদের ভিরে
আমার সোনার বাংলাদেশ । ৩

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।