بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 29 March 2020

সময় কাটে না, ঘরে বসে বিরক্ত? কিছু সময় কাটান, ঘরে বসেই সরকারি ফ্রি সার্টিফিকেট নিয়ে নিন ।


ঘরে বসে বসে বিরক্ত?
কিছুই ভাল লাগছে না?
পড়া লিখায় মনোযোগ নেই?
নকল নিয়ে পরিক্ষা দেন?
যদি বই দেখে দেখে লিখা যেত পরিক্ষায়
কতইনা ভাল হত, তাই না?


আসেন তাহলে একটা পরিক্ষা দেয়া যাক
সটিফিকেটও পাবেন
কোন টাকা লাগবে না
দেখে দেখেই পরিক্ষা দিয়েন (open book exam)
কেউ বিরক্ত করবে না


ফেল করবেন ভাবছেন?
ভুলে গেছেন একবার না পারিলে দেখ শতবার?
এখানে আপনাকে শতবার না, দশ বার সুযোগ দেওয়া হবে
এর ভিতর আপনি পাশ করবেন
পরিক্ষাটা যদিও ডাক্তারদের জন্য তবে অবসর সময়ে আপনিও দিতে পারে


মুক্তপাঠ উয়েবসাইটে থেকে আপনি রেজিষ্টেশন করে পরিক্ষায় অংশগ্রহন করতে পারবেন


পরিক্ষা দেয়ার লিংক- http://muktopaath.gov.bd/



1 comment:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।