بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 27 February 2020

নামাজকে বলোনা কাজ ‍আছে লিরিক | Namaj ke bolo na kaj ache lyrics


নামাজকে বলোনা কাজ ‍আছে,
কাজ কে বল আমার নামাজ আছে ।২
নামাজ বিহীন পরপারে,
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ।
নামাজকে বলোনা কাজ ‍আছে,
কাজ কে বল আমার নামাজ আছে ।

ফজর কাটে ঘুমের ঘড়ে, যোহর কাজে কাজে,
আসর কাটে খেলা ধুলায়, মাগরিব মাঝে মাঝে ।২
এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে ।
নামাজকে বলোনা কাজ ‍আছে,
কাজ কে বল আমার নামাজ আছে ।২
নামাজ বিহীন পরপারে,
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ।

প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়,
সময় গেলে পাবে না ফিরে,
মরন তোমায় লইবে ঘিরে ।২
যেনে রেখো মরন তোমার অতি কাছে,
নামাজ কে বলনা কাজ আছে ।
কাজকে বল আমার নামাজ আছে ।
নামাজ বিহীন পরপারে,
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ।
নামাজ কে বলনা কাজ আছে ।
কাজকে বল আমার নামাজ আছে ।২

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।