بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Saturday, 16 November 2019

বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ লিরিক | Bismilla bolo bismillah lyrics.


বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ
তবো নামে কাজ ‍শুরু করি আল্লাহ ।২
হোক না সে কাজ যত ছোট আর বড়
আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো ।২
কাজে কামে বরকত দেবেন আল্লাহ ।
তবো নামে কাজ ‍শুরু করি আল্লাহ ।
বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ
তবো নামে কাজ ‍শুরু করি আল্লাহ ।২

ঘুম থেকে উঠে যখন করবে ওযু ।
আল্লাহর নামে মন করবে রুজু ।২
পরতে কোরআন বলো বিসমিল্লাহ ।
তবো নামে কাজ ‍শুরু করি আল্লাহ
বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ
তবো নামে কাজ ‍শুরু করি আল্লাহ ।২

তার পর পড়া ‍শুরু করবে যখন
আল্লাহর নামে শুরু করবে তখন ।২
খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লাহ ।
তবো নামে কাজ শুরু করি আল্লাহ ।
বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ
তবো নামে কাজ ‍শুরু করি আল্লাহ ।২

ইস্কুলে যেতে বলো বিসমিল্লাহ ।
খেলা শুরু করো বলে বিসমিল্লাহ ।২
সারা দিন সব কাজে বিসমিল্লাহ ।
বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ
তবো নামে কাজ ‍শুরু করি আল্লাহ ।২

হোক না সে কাজ যত ছোট আর বড়
আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো ।২
কাজে কামে বরকম দিবেন আল্লাহ ।
তবো নামে কাজ শুরু করি আল্লাহ ।
বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ
তবো নামে কাজ ‍শুরু করি আল্লাহ ।২

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।