পৃথিবীর হাজারো কাজের ভীড়ে একামতে দ্বীনের একাজ যেন
আমার কাছে সবচেয়ে প্রিয় হয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২
যেখানে যখন আমি থাকিনা কেন,
তোমারি অপার করুনা পায় গো যেন। ২
জীবনের ভয় ভীতি, অকারণ লাভ-ক্ষতি। ২
আমার কাছে সবচেয়ে প্রিয় হয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২
যেখানে যখন আমি থাকিনা কেন,
তোমারি অপার করুনা পায় গো যেন। ২
জীবনের ভয় ভীতি, অকারণ লাভ-ক্ষতি। ২
সবকিছু যেন মানে পরাজয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২
আলেয়ার হাতচানি স্বজনের পিচু ডাক,
মমতার বাহুডোর আধারের যতভার।
একে একে যেন দোলে যেতে পারি। ২
লাজ সংকা যত, যত দ্বিধা ভয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২
পৃথিবীর হাজারো কাজের ভীড়ে একামতে দ্বীনের একাজ যেন
আমার কাছে সবচেয়ে প্রিয় হয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২