بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 12 September 2019

পৃথিবীর হাজারো কাজের ভীড়ে লিরিক। Prithibir hajaro kajer vire lyrics.

পৃথিবীর হাজারো কাজের ভীড়ে একামতে দ্বীনের একাজ যেন
আমার কাছে সবচেয়ে প্রিয় হয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২
যেখানে যখন আমি থাকিনা কেন,
তোমারি অপার করুনা পায় গো যেন। ২
জীবনের ভয় ভীতি, অকারণ লাভ-ক্ষতি। ২

সবকিছু যেন মানে পরাজয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২
আলেয়ার হাতচানি স্বজনের পিচু ডাক,
মমতার বাহুডোর আধারের যতভার।
একে একে যেন দোলে যেতে পারি। ২
লাজ সংকা যত, যত দ্বিধা ভয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২
পৃথিবীর হাজারো কাজের ভীড়ে একামতে দ্বীনের একাজ যেন
আমার কাছে সবচেয়ে প্রিয় হয়।
আর কোন ভাসনা নেইতো আমার কবুল কর তুমি হে দয়াময়। ২