بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 12 September 2019

হাজারো লোকের ভীড়ে লিরিক। Hazaro loker vire lyrics.

হাজারো লোকের ভীড়ে এই মন ধীরে ধীরে,
যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে। ২
দাও সে শক্তি, দাও সে ক্ষমতা,
হৃদয়ে ভরে দাও তোমার মমতা।
হাজারো লোকের ভীড়ে এই মন ধীরে ধীরে,
যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে।
তোমার করুণা সে তো জানি অফুরান,
সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ। ২
মন কাননে দাও তোমারি প্রেম,
দূর করে দাও আমার যত জড়তা।
হাজারো লোকের ভীড়ে এই মন ধীরে ধীরে,
যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে।
লালসার মোহে যেন হারিয়ে না যায়,
দ্বীন কায়েমের পথে রাখিও সদায়। ২
ওমরের মত দাও দৃঢ় মনোবল,
মালেকের মত দাও, দাও সততা।
হাজারো লোকের ভীড়ে এই মন ধীরে ধীরে,
যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে।
দাও সে শক্তি, দাও সে ক্ষমতা,
হৃদয়ে ভরে দাও তোমার মমতা। ২