بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 8 September 2019

আল্লাহ তুমি অপরূপ লিরিক। Allah tumi oporup lyrics

আল্লাহ তুমি অপরূপ...
আল্লাহ তুমি অপরূপ ২
না জানি কতো সুন্দর ! 2
তোমায় আমি সপেছি প্রাণ,
সপেছি এই অন্তর । ঐ
তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে । 2
তুমি আছো বুকের গভীর, গহিন ভিতর

আল্লাহ তুমি অপরূপ না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ....
এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান । 2
তোমার পথে চলি যেনো সারাটি জীবন ভর

আল্লাহ তুমি অপরূপ, না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান সপেছি এই অন্তর. 2