بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 7 August 2019

আল্লাহ ওগো আল্লাহ লিরিক | Allah Ogo Allah lyrics

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবনবীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
যতদিন এই জীবন বীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও

তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও,,,

তোমাকে না দেখিয়া
নবীকে না চিনিয়া
ঈমান এনেছি তবুও,,

এ অছিলায় রহম ও দয়া বিলাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

কউকে সরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও

কউকে সরিনা কাউকে ডরিনা
তোমাতে শির দেই তবুও

এ অছিলায় বিপদে পার করে নাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও

কারো কাছে হারিনা
কারো অনুসারী না
তব দারে হাত পাতি তবুও

এ অছিলায় চিরসুখি জান্নাতে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও

যতদিন এই জীবনবীনা বাজিবে
সুপথে চালাও মাফ করে দাও
সুপথে চালাও মাফ করে দাও

আল্লাহ ওগো আল্লাহ
ক্ষমা করে দাও মাফ করে দাও
ক্ষমা করে দাও মাফ করে দাও