بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 17 July 2019

শোন ,শোন ইয়া ইলাহি লিরিক । Shono shono ya Elahi lyrics.

শোন ,শোন ইয়া ইলাহি,
আমারি মোনাজাত,
শোন আমারি মোনাজাত,

শোন ,শোন ইয়া ইলাহি,
আমারি মোনাজাত,
শোন আমারি মোনাজাত,

তোমারি নাম
জপে জেনো হ্রদয়ে দিবস রাত্র
খোদা আমারি মোনাজাত,

যেনো শুনি কানে সর্দা
তোমার ওই কালাম হে খোদা..

চোখে যেনো দেখি শুধু কোরানের আয়াত
খোদা কোরআনের আয়াত

শোন শোন ইয়া ইলাহি,
আমারি মোনাজাত,
খোদা আমারি মোনাজাত।

মুখে যেন.জপি আমি
কালেমা..তোমার দিবস যামি

মসজিদের ই ঝারু বার্দার
হোক আমার দু হাত
খোদা হোক আমার দু হাত

সুখে তুমি.. দুখে তুমি ..
চোখে তুমি..বুকে তুমি,.

এ পিয়াসী প্রানের খোদা
এ পিয়াসী প্রানের খোদা
তুমি আবে হায়াত খোদা
তুমি আবে হায়াত

শোন শোন ইয়া ইলাহি
আমারি মোনাজাত
শোন আমারি মোনাজাত।

তোমারি নাম জপে জেনো
হ্রদয়ে দিবস রাত্র
খোদা হ্রদয়ে দিবস রাত্র

শোন শোন ইয়া ইলাহি
আমারি মোনাজাত
খোদা আমারি মোনাজাত।