بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 26 May 2019

দাও খোদা দাও আমায় আবার লিরিক | Dao Khoda Dao amay abar lyrics

দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল (২)

 দাও আলীর মত বীর সেনানী
 আলীর মত বীর সেনানী
 জাগাতে এই নিখিল!

 দাও খোদা দাও আমায় আবার
 উমর দারাজ দিল

 হামজাকে দাও ঘরে ঘরে,
 জীবন দিতে অকাতরে (২)

 আমার কা’বা ভাংতে এলে
আমার কা’বা ভাংতে এলে পাঠাও আবাবিল।

 দাও খোদা দাও আমায় আবার
 উমর দারাজ দিল (২)

 সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা
 তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। (২)

 আবার পাঠাও আবু বকর,
ফেতনা ফ্যাসাদ আসুক সমর (২)

 অনড় অটল পাহাড়সম
 অনড় অটল পাহাড়সম দাও সেই মনের মিল।

 দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল (২)

 দাও আলীর মত বীর সেনানী
আলীর মত বীর সেনানী জাগাতে এই নিখিল!

দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল (৩)