কত জানাজার
পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।২
কোথা যে আছে
আমারও তৈরি সাধা কাফন ।
জানাজার পড়েছি
নামাজ দিয়েছি কত দাফন ।
কত জানাজার
পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
আমার তরী বাধা
আছে কোন সে খেয়া ঘাটে,
কোন মসজিদে
এলাম হবে শোয়াবে শেষ খাটে ।২
কখন কোথায় করবে
দাফন আমাকে স্বজন ।
জানাজার পড়েছি
নামাজ দিয়েছি কত দাফন ।
কত জানাজার
পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
কোন বাতাসে
কোথায় যেন দোলছে বাঁশের ঝাড়,
কোন সে মাটি
কোন খানে ডাকেরে বারবার ।২
কোথায় যেন বর
যাত্রী আছেরে চারজন ।
জানাজার পেড়েছি
নামাজ দিয়েছি কত দাফন ।
কত জানাজার
পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
কোথায় যে আছে
আমারও তৈরি সাধা কাফন ।
জানাজার পড়েছি
নামাজ দিয়েছি কত দাফন ।
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।