بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Wednesday, 20 May 2020

কবরের আযাব যে এত কঠিন লিরিক | Koborer ajab je koto kothin lyrics

কবরের আযাব যে এত কঠিন
সইতে আমি পারিবনা ।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন
সইতে আমি পারিবনা । ২ 

ওগো রহমান, ওগো রহীম
চাই যে তোমার শুধু করুণা । 
কবরের আযার যে এত কঠিন
সইতে আমি পারিবনা ।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন
সইতে আমি পারিবনা ।

মাসজিদের ঐ পালকি খানা
আসবে দ্বারে দ্বারে সবার জানা,
বড়ই পাতা আর গরম পানি
শেষ গোছল দিবে তাও জানা । ২

গোছল শেষে ঐ সাদা কাফনে । ২
চীর বিদায় দিবে তাও জানা । 
কবরের আযার যে এত কঠিন
সইতে আমি পারিবনা ।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন
সইতে আমি পারিবনা ।

মুনকার নাকীর আসিবে কাছে
সাওয়াল করিবে পাশে বসে,
না পারিলে সাওয়ালের জাওয়াব
শুরু হবে কবরের আযাব । ২ 

শত অপরাধ ক্ষমা করে । ২
জান্নাতে করে দিও ঠিকানা । 
কবরের আযার যে এত কঠিন
সইতে আমি পারিবনা ।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন
সইতে আমি পারিবনা ।

1 comment:

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।