আমি
চোখ বুজে দেখি আমারি
লাশ
কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে
আতরের ঘ্রাণ
কাদিঁছে আপন যারা
সবাই দাড়ানো জানাযা নামাজে
কিছু পরে সব ফিরে
যাবে কাজে
কেমনে একাকি কাটাবো কবরে
আমি যে হলেম সাথীহারা
আমি চোখ বুজে দেখি
আমারই লাশ
কাফন হয়েছে সারা
আমিতো মনের ভুলেও কখনো
করিনি নামাজ রোজা
এখন একাকী সইতে হবে
সকল পাপের বোঝা
মাথার উপরে সূর্য আসিন
পায়ের নিচেই তামার জমিন
ঐ দোযখের আগুন জ্বলিছে
আসিছে ফেরেশতারা
আমি চোখ বুজে দেখি
আমারই লাশ
কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে
আতরের ঘ্রাণ
কাদিঁছে আপন যারা
!->
Friday, 10 April 2020
আমি চোখ বুজে দেখি আমারি লাশ লিরিক | Ami chokh bujle dekhi amari lash lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।