بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 30 March 2020

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই লিরিক | Ami jodi kono din poth vule jai lyrics


আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করোনা তুমি বাধ- প্রতিবাদ
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও

মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

ভুল ছাড়া জীবনে আর কি আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কিমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে । 
সেই পথে চলবার শক্তি দিও

মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও

আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও


✎ জাকির আবু জাফর

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।