আমাকে দাও পাখির দুটো ডানা,
মানে না মন আমার কোন মানা । ২
মন বলে সে যাবে মদীনাতে
রওজা পাকে সে রবে দিনে রাতে ।
হারামাইনে চাই যে
আমার একটু ঠিকানা ।
আমাকে দাও পাখির দুটো ডানা,
মানে না মন আমার কোন মানা ।২
সুদূরে বাংলাদেশে থাকি,
দূর আরবের স্বপ্ন বোকে রাখি ।২
দুরূদ আমার জীবন সুখে রাখে ।
তোমায় দেখার আশা বোকে থাকে ।
মরুর বালি মেখে আমি হবো দিওয়ানা ।
আমাকে দাও পাখির দুটো ডানা,
মানে না মন আমার কোন মানা ।২
মনের মাঝে আছে ভালোবাসা,
করি আমি সুপারিশের আশা ।২
আমার বোকে তুমি শুধু তুমি ।
তুমি হীনে হৃদয় মরুভূমি ।
তোমার দিদার পেলে আমি হবো যে ফানা ।
আমাকে দাও পাখির দুটো ডানা,
মানে না মন আমার কোন মানা ।২
মন বেলে সে যাবে মদীনাতে,
রওজা পাকে রবে দিনে রাতে ।২
হারামাইনে চাইযে
আমার একটু ঠিকানা ।
আমাকে দাও পাখির দুটো ডানা,
মানে না মন আমার কোন মানা ।৩
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।