بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Thursday, 12 September 2019

কোরআনের আলোকিত বুজ দাও লিরিক। Quraner alokit bujh dao lyrics.

কোরআনের আলোকিত বুজ দাও,
হাদীসের যথাযথ জ্ঞান দাও। ২
হে মহিম, হে রহিম, হে দয়াময়,
হে অসীম, হে করীম, করুনাময়।
কোরআনের আলোকিত বুজ দাও।
আযাযিল যতবার পিচু নেয় আমারে,
আলে আজ যতবার ডেকে যায় আধারে। ২
ততবার আমি যেন সত্যের জ্যোতিতে, ২
মিলে মিশে প্রভু হই আলোময়।
হে মহিম, হে রহিম, হে দয়াময়,
হে অসীম, হে করীম, করুনাময়।
কোরআনের আলোকিত বুজ দাও,
হাদীসের যথাযথ জ্ঞান দাও। ২
জীবনের সাথীরা আজ হোক প্রেরণা,
মুছে যাক যত সব বিরহ বেদনা। ২
আলোকের সংগ্রামে কোরআনের পথ ধরে,
আলোকের সংগ্রামে শহীদের পথ ধরে,
যেন আজ ভূলে যায় সব দ্বিধা ভয়।
হে মহিম, হে রহিম, হে দয়াময়,
হে অসীম, হে করীম, করুনাময়।
কোরআনের আলোকিত বুজ দাও।
ধুয়ে দাও, মুচে দাও গুনাহের কালিমা,
হৃদয়ে ঢেলে দাও অপরুপ চাদিমা,
ধুয়ে দাও, মুচে দাও গুনাহের কালিমা,
হৃদয়ে ঢেলে দাও তোমারি ২
যেন মোরে ঢেকে নেয় দূর মোহনায়।
হে মহিম, হে রহিম, হে দয়াময়,
হে অসীম, হে করীম, করুনাময়।
কোরআনের আলোকিত বুজ দাও,
হাদীসের যথাযথ জ্ঞান দাও। ৪
কোরআনের আলোকিত বুজ দাও। ২