আমাদের
কথা গুলোকে এমনি করে বহুদিন
মুছে দিতে ওরা কেউ
পারেনি।
সত্যের কথা মোরা বলেই
যাবো
বাধার পাহাড় যত মাড়িয়ে
মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ
চালিয়ে যাবোই আনিবার
মানিনি মানিনি মানবো না কোনোদিন
স্বৈরাচারীরঅবিচার ।
এইতোসেদিন কলিজার খুনে রঞ্জিত হল
কাফেলা।
গ্রেনেডের আঘাতে উড়ে গেল
কত প্রান কত চোখ কত
স্বপ্ন,
বুলুটের আঘাতে চলে গেল
কত মন কতপ্রান কত
রত্ন।
কোরানের কথা মরা চৌদিকে
দশদিকে বলছি
আরো বলব বাতিলের সাথে
সংঘর্ষ রাজপথে
করছি আরো করব।
এইজমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না যত
দিন।
!->
Friday, 10 April 2020
আমাদের কথা গুলোকে এমনি করে বহুদিন লিরিক | Amader kotha guloke emni kore bohudin lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।